স্পোর্টস ডেস্ক :
ব্রাজিল অবশেষে জয়ে ফিরেছে। সবশেষ জয়টা তাদের ছিল দুই ম্যাচ আগে। সে জয়খরা কাটিয়ে সেলেসাওরা জয়ে ফিরেছে আজ। ব্রাজিলের জয়টা এসেছে রদ্রিগো গোয়েজের কল্যাণে। তার একমাত্র গোলই আজ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের নিয়তি গড়ে দিয়েছে। ব্রাজিল জিতেছে ১-০ গোলে।
রদ্রিগোর গোলটার জন্য ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ২৯ মিনিট পর্যন্ত। বক্সের বাইরে লুকাস পাকেতার কাছ থেকে বল পেয়েছিলেন তিনি। সেখান থেকেই নিলেন শট। প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে বলটা গিয়ে আছড়ে পড়ল জালে।
এর আগে পরে সুযোগ এসেছে দুই দলের কাছেই। ভিনিসিয়াস ম্যাচের ১২ মিনিটে প্রতিপক্ষকে প্রেস করে গোল আদায় করেই ফেলেছিলেন প্রায়, কিন্তু শেষমেশ বলটা জড়ায়নি জালে। এরপর প্রতি আক্রমণে ইকুয়েডরও সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। যার ফলে রদ্রিগোর ওই গোলই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।
Posted ৫:১০ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta