আজ, বুধবার


১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

১৪ মিনিটের ঝড়ে বিদায় মায়ামির

বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
১৪ মিনিটের ঝড়ে বিদায় মায়ামির
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক:

লিগস কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। তবে শিরোপা ধরে রাখার মিশনে খুব বেশি এগোতে পারেনি দলটা। বিদায় নিয়েছে শেষ ষোল থেকেই। কলম্বাস ক্র্যুর বিপক্ষে হেরেছে ৩-২ গোলে। তিনটি গোলই দলটা হজম করেছে ১৪ মিনিটের মধ্যে।

এই ১৪ মিনিটের আগ পর্যন্ত মায়ামি খেলছিল মন্দ নয়। কলম্বাসের মাঠে আজ লিগস কাপের বর্তমান চ্যাম্পিয়নরা এক ঘণ্টা পরও ২ গোলের লিড ধরে রেখেছিল। তবে শেষমেশ তা ধরে রাখতে পারেননি লুইস সুয়ারেজরা।

মায়ামিকে ম্যাচের ১০ মিনিট না যেতেই এগিয়ে দিয়েছিলেন মাতিয়াস রোহাস। দিয়েগো গোমেজের বাড়ানো বল থেকে তিনি করেন গোলটা। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি মায়ামি। মায়ামি ব্যবধানটা দ্বিগুণ করে দ্বিতীয়ার্ধে। ৬২ মিনিটে গোল করলেন দিয়েগো গোমেজ। শেষ আটে চলেই গেছে মায়ামি, মনে হচ্ছিল তখন।সে ধারণাটা যে ভুল, তা পরিষ্কার হয়ে গেল পরের ১৪ মিনিটের ঝড়ে। ৫ মিনিট পরই স্বাগতিকরা ম্যাচে ফিরল ক্রিশ্চিয়ান রামিরেজের। ৬৯ মিনিটে সমতা ফিরিয়ে বসে দলটা। কুচো এর্নান্দেজের বাড়ানো বল থেকে গোল করে বসেন দিয়েগো রসি। মিনিট দশেক পর তিনিই করেন কলম্বাসের জয়সূচক গোলটা। এরপর ইন্টার মায়ামি চেষ্টা করেছে বটে। কিন্তু গোলের দেখা আর মেলেনি তাদের। যার ফলে ৩-২ গোলের এই হার নিয়েই এবারের চ্যাম্পিয়নদের বিদায় নিতে হয় শেষ ষোলোর মঞ্চ থেকে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com