স্পোর্টস ডেস্ক:
২০২২ বিশ্বকাপের ফাইনালের পর প্রথমবারের মতো কোনো পর্যায়ে মুখোমুখি হয়েছিল ফ্রান্স আর আর্জেন্টিনা। তবে এই ম্যাচে শেষ হাসিটা হাসল ফরাসিরা। ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে তারা চলে গেছে শেষ চারে।
আর্জেন্টিনার ওপর ফ্রান্সের ক্ষোভটা আগে থেকেই ছিল। তা বেড়েছে গেল মাসে কোপা আমেরিকার উদযাপনে আর্জেন্টিনা ফ্রান্স দলের প্রতি বর্ণবাদী আচরণ করে বসলে। বিষয়টা নিয়ে জলঘোলা অনেক হয়েছে। তার পর এই দুই দলের সাক্ষাৎ ছিল এবারই প্রথম। তার জেরটাও আর্জেন্টিনাকে টের পাইয়েছেন ফরাসি দর্শকরা। বোর্দোতে হাজির দর্শকরা আর্জেন্টাইন জাতীয় সঙ্গীত বেজে ওঠার পর থেকেই দুয়ো শুনিয়েছেন আর্জেন্টিনাকে। এরপর ম্যাচেও চলেছে তা।
ম্যাচে আর্জেন্টিনা পিছিয়ে পড়ে শুরুতেই। ম্যাচের ৬ মিনিটে মাইকেল ওলিসের কর্নার থেকে করা মাতেতার গোল স্বাগতিক ফ্রান্সকে এগিয়ে দেয়। সেই গোলের জবাব আর সফরকারীরা দিতে পারেনি। সুযোগ অবশ্য এসেছিল। তবে গিলিয়ানো সিমিওনে আর হুলিয়ান আলভারেজরা সে সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। ফলে আর্জেন্টিনাও আর সমতা ফেরাতে পারেনি। ফলে অলিম্পিক ফুটবল থেকে বিদায় নিতে হয় তাদেরকে। ফ্রান্স চলে যায় সেমিফাইনালে।
Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta