ক্রীড়া ডেস্ক: বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতকে ২৫৫ রানে অলআউট করার কৃতিত্ব দেখিয়েছে ইংল্যান্ড। এরপরও তাদের সামনে ৩৯৯ রানের বিশাল টার্গেট। প্রথম ইনিংসে ভারতের চেয়ে ১৪৩ রান কম করায় এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে সফরকারী দলটি। বিশাল রান তাড়া করতে নেমে এ রিপোর্ট লেখার সময় অতিথিরা বিনা উইকেটে ৩১ রান সংগ্রহ করে।
শনিবার দ্বিতীয় দিন ইংল্যান্ডকে ২৫৩ রানে অলআউট করে দেয়ার পর নিজেরা বিনা উইকেটে ২৮ রান তুলে মাঠ ছাড়ে ভারত। আজ তৃতীয় দিন আর ২২৫ রান তুলে বাকি ১০ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ইংলিশ স্পিনের সামনে দ্রুত উইকেট হারায় তারা। টম হার্টলি ৭৭ রানে চারটি, রেহান আহমেদ ৮৮ রানে তিনটি ও শোয়েব বশির ৫৮ রানে একটি উইকেট নেন। জেমস অ্যান্ডারসন নেন দুটি উইকেট।
শুভমান গিল ১৪৭ বলে ১০৪ রানের দারুণ এক ইনিংস খেলে ভারতকে সংহত অবস্থানে নিয়ে যান। ১১টি চার ও ২টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এছাড়া অক্ষর প্যাটেল ৪৫ রান করেন।
Posted ১০:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta