আজ, বৃহস্পতিবার


১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সিরিজ স্থগিতের পর বাংলাদেশ থেকে এসিসি সভাও প্রত্যাহার চায় ভারত

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
সিরিজ স্থগিতের পর বাংলাদেশ থেকে এসিসি সভাও প্রত্যাহার চায় ভারত
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : আগামী আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু নিরাপত্তার অজুহাতে এই সফর এক বছরেরও বেশি সময়ের জন্য স্থগিত করেছে সীমান্তবর্তী দেশটি। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই সফর মুলতবি থাকবে। সাদা বলের সিরিজ স্থগিতের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকের ভেন্যু নিয়ে আপত্তি জানিয়েছে বিসিসিআই। বৈঠকটি আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে সংস্থাটি। যদি ভেন্যু পরিবর্তন না হয়, তবে ভারত ওই বৈঠক থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে বলে জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার কারণে বাংলাদেশ সফর এখন উপযুক্ত নয়। আমরা আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছি। আগামী ২৪ জুলাইয়ের সভায় চলতি বছরের এশিয়া কাপ আলোচনা হওয়ার কথা রয়েছে। এ সভায় সূচি চূড়ান্ত হতে পারে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, এশিয়া কাপ শুরু হবে ৫ সেপ্টেম্বর এবং হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ হবে ৭ সেপ্টেম্বর। এই বছরের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে, যা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে। এদিকে বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় ভারতকে একই ধরনের সিরিজ (তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি) খেলার প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। শ্রীলঙ্কা ছাড়া আরও একটি বোর্ডের কাছ থেকে প্রস্তুাব পেয়েছে বিসিসিআই, এমন তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম। ইন্ডিয়া টুডে-কে সূত্র বলেছেন, ‘আমরা কিছু অনুরোধ পেয়েছি এবং বিকল্পগুলো বিবেচনা করছি। এমন কিছু বোর্ড আছে যাদের ওই সময়ে কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই এবং তারা ভারতের সঙ্গে খেলতে আগ্রহ প্রকাশ করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com