আজ, বুধবার


৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ওয়ানডে র‌্যাঙ্কিং ব্যাটিংয়ে ৩২ ধাপ উন্নতি জাকেরের, বোলিংয়ে অবনতি মিরাজ-মোস্তাফিজের

বুধবার, ০৯ জুলাই ২০২৫
ওয়ানডে র‌্যাঙ্কিং ব্যাটিংয়ে ৩২ ধাপ উন্নতি জাকেরের, বোলিংয়ে অবনতি মিরাজ-মোস্তাফিজের
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে দল হারলেও আইসিসির র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন জাকের আলী। আজ বুধবার আইসিসির ওয়ানডে ব্যাটারদের হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। শ্রীলঙ্কায় তিন ওয়ানডে খেলে ৩৪ গড়ে ১০২ রান করেন জাকের। সর্বোচ্চ ৫১। এতেই র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে জাকেরের ধীরগতির ইনিংস উপহার দিলেও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাওহিদ হৃদযের। ৩ ইনিংসে দুই ফিফটিসহ ৩৪.৩৩ গড়ে ১০৩ রান করা হৃদয় ৭ ধাপ এগিয়ে ৫১তম স্থানে উঠে এসেছেন। উন্নতি হয়েছে তানজিদ হাসান তামিমেরও। প্রথম ওয়ানডেতে ফিফটি হাঁকানো এই ওপেনার ১৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮৬তম অবস্থানে। তবে শ্রীলঙ্কা সিরিজে ভালো করতে না পারা নাজমুল হোসেন শান্তর ৬ ধাপ অবনমন হয়েছে। ৩৪তম স্থানে নেমে গেছেন তিনি।নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজেরও ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। ৩ ওয়ানডেতে মাত্র ৩৭ রান করা মিরাজ ৫ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৭২তম অবস্থানে। ৮ ধাপ অবনমন হয়ে ৭৮তম স্থানে লিটন দাস। বোলিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থানে আছেন তাসকিন আহমেদ। দুই ধাপ উন্নতি হয়েছে তার। উঠে এসেছেন ২৬ নম্বরে। এক ধাপ অবনতি হয়ে ২৯তম অবস্থানে মেহেদী হাসান মিরাজ। ১১ ধাপ অবনতি হয়েছে মোস্তাফিজুর রহমানের। নেমে গেছেন ৪৬ নম্বরে। ১৮ ধাপ উন্নতি করে সেরা একশর মধ্যে ঢুকেছেন তানজিম হাসান সাকিব (৯২তম)। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৯ উইকেট নেওয়া লঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ১১ ধাপ উন্নতি করে উঠে এসেছেন অষ্টম স্থানে। এদিকে টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ অবমন হয়েছে মুশফিকুর রহিমের। ৩০তম স্থানে নেমে গেছেন তিনি। তবু মুশফিক বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে।মুমিনুল হকেরও এক ধাপ অবনমন হয়েছে। ৫৩তম অবস্থানে নেমেছেন তিনি। এক ধাপ এগিয়ে ৬৫তম স্থানে জাকের আলী।টেস্ট ব্যাটারদের শীর্ষস্থানে পরিবর্তন এসেছে। ইংল্যান্ডের জো রুটকে দুইয়ে ঠেলে শীর্ষস্থান ফিরে পেয়েছেন তারই সতীর্থ হ্যারি ব্রুক।বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকা টেস্ট অধিনায়ক উইয়ান মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে একাই অপরাজিত ৩৬৭ রানের ইনিংস খেলা মুল্ডার ৩৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২তম স্থানে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com