আজ, সোমবার


১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

আমরা বাংলাদেশে কোনো মেজরিটি বা মাইনোরিটি মানিনা, সবাই মিলে ইউনিটি ডা. শফিকুর রহমান

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আমরা বাংলাদেশে কোনো মেজরিটি বা মাইনোরিটি মানিনা, সবাই মিলে ইউনিটি ডা. শফিকুর রহমান
সংবাদটি শেয়ার করুন....

মেহেদী হাসান সেতু, পঞ্চগড় প্রতিনিধি:

আমরা এই দেশে কোন মেজরিটি এবং মাইনোরিটি মানিনা। আমাদের পরিচয় হবে আমরা মানুষ আমরা বাংলাদেশি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক আমরা সকলে এদেশের নাগরিক। বুধবার পঞ্চগড় চিনিকল মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন জামায়েতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। এসময় তিনি সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন ও অত্যাচারের অনুসন্ধানের জন্য আহ্বান জানান। ১৯৭২ থেকে ২০২৪ পর্যন্ত সংখ্যালঘু অত্যাচারের শ্বেতপত্র জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা গডফাদার, মাফিয়াতন্ত্র কিংবা ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না। ডা. শফিকুর নারীদের উদ্দেশ্যে বলেন, সমজের উন্নয়নের সর্বস্তরে আপনাদের ভূমিকা বিরাজমান থাকবে। বিগত শাসনামলে আপনারা দুইটি জিনিস পাননি একটি মর্যাদা আরেকটি নিরাপত্তা। ইনশাআল্লাহ সকল মা বোনদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করব। পঞ্চগড় জেলা জামায়েতের আমির ইকবাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জামায়েতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মীর মোর্শেদ প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৪ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com