মেহেদী হাসান সেতু,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আহমদিয়া মুসলিম জামাত (কাদিয়ানী) দের বার্ষিক সালানা জলসা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১১ জানুয়ারি পঞ্চগড় আহমদিয়া মুসলিম জামাতের সভাপতি মো. মোত্তালিব হোসেন খানের স্বাক্ষরিত জেলা প্রশাসক বরাবর এক দরখাস্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে জানা যায়, দেশের উদ্বুদ্ধ ও অস্থিতিশীল পরিবেশের কারনে সালানা জলসা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে ২০২৩ শের মার্চের প্রথম সপ্তাহে আহমদিয়া মুসলিম জামাত (কাদিয়ানী) দের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে বিক্ষিপ্ত জনতার বিক্ষোভে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহত হয়। আহমদিয়া মুসলিম জামাতের সালানা জলসায় বিক্ষোভকারী ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুলিশের গুলিতে দুইজন নিহত ও প্রায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিলো। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিলো। এদিকে সংঘর্ষ চলাকালীন সময়ে ২০ থেকে ২৫ টি বাড়িঘর ভাংচুর ও অর্ধশতাধিক দোকানপাট লুটপাট হয়েছিল বলে সংবাদমাধ্যমে প্রকাশ হয়। বিক্ষিপ্ত জনতা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ও কাফের ঘোষণা করার জন্য তৎকালীন সরকারের প্রতি অনুরোধ জানানা। এদিকে এলাকাবাসীর সাথে কথা বলে জানা আহমদিয়া মুসলিম জামাত (কাদিয়ানী) দের প্রকাশ্যভাবে মদদ দিতেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও পঞ্চগড়-১ আসনের সাংসদ নাইমুজ্জামান মুক্তা। পঞ্চগড়ের তৌহীদি জনতা ও সর্বসাধারণ কাদিয়ানীদের বার্ষিক সালানা জলসা বন্ধের জন্য দীর্ঘদিন আন্দোলন করে আসছেন।
Posted ৩:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta