মুলাদী প্রতিনিধিঃ মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বসত ঘরের দরজা ভেঙ্গে ভীতরে প্রবেস করে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ ও ¯’ানীয় সুত্রে জানাগেছে, উপজেলার গাছুয়া ইউনিয়নের পৈক্ষা গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত শাজাহান বেপারীর পুত্র ফরহাদ বেপারীর সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে একই এলাকার খলিল সরদারের পুত্র মাইন উদ্দিন গংদের সাথে। উক্ত জমির ঘটনাকে কেন্দ্র পুর্বেও ফরহাদ বেপারীর চাচাতো ভাই হাসানকে মারধর করে মাইন উদ্দিন ও তার লোকজন, যে ঘটনায় বিজ্ঞ আদালতে জিআর ৮৭/২৩ মামলা চলমান রয়েছে। এরই জেরধরে গতকাল শনিবার সকাল ৯.৪৫ মিনিটের দিকে ফরহাদ বেপারী বাড়ীতে না থাকার সুবাদে তার বসত বাড়ীতে দেশীয় অস্ত্র-ষস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়ির বাউন্ডারী দেয়াল, টিনের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিল্ডিং এর পিছরের দরজা ভেঙ্গে বসত ঘরের অনাধীকার প্রবেশ করে ভাংচুর চালিয়ে নগদ টাকা, স্বার্নালংকার লুট করে নিয়ে যায় প্রতিপক্ষের খলিল সরদারর পুত্র মাইন উদ্দিন (৩২), করিম সরদারের পুত্র হাসিব সরদার (২৭), মজিদ সরদারের পুত্র রফিক সরদার (৩২), সোলায়মান ফকিরের পুত্র হেনা বেগম (৪৫), হোসেন আলীর পুত্র খলিল সরদার (৬০), করিম সরদারের স্ত্রী নাজমা বেগম (৩৮), মাইন উদ্দিন সরদারের স্ত্রী হ্যাপী (২৮), মন্নান সরদারের স্ত্রী কহিনুর (৪০), আনোয়ার হাওলাদারের পুত্র হানিফ হাওলাদার, মন্নান সরদারের পুত্র মুরাদ সরদার, মেছের আলী ফকিরের পুত্র লোকমান ফকির, সোলায়মান ফকির। ভাংচুরের শব্দ পেয়ে পাশের বাড়ীতে থাকা ফরহাদ বেপারীর বোন নাজমা বেগম ছুটে এসে বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। ¯’ানীয়রা জানান, হামলাকারীরা বিগত দিনে ইউনিয়ন চেয়ারম্যান জিসম উদ্দিনের ছত্র ছায়ায় থেকে আওয়ামীলীগের রাজণীতির সাথে জড়িত ছিলো, অন্যের জমি দখল করাই তাদের নিত্য দিনের কাজ। এঘটনায় ফরহাদ বেপারীর বোন নাজমা বেগম বাদী হয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভীত্তিতে থানা পুলিশ ঘটনা ¯’ল পরিদর্শন করেন।
Posted ৯:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta