হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপি ৩ধারায় বিভিক্ত হয়ে ভিন্ন ভিন্নভাবে দিবসটি পালন করে। বিকাল ৩টায় উপজেলা বিএনপি’র ১নং যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকনের নেতৃত্বে একটি বিশাল আনন্দ র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ থেকে উপজেলা হেলিপ্যাডে একটি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’ ১নং যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন, জেলা উত্তর বিএনপি’র সদস্য আফসার উদ্দিন হাওলাদার, আলী আহম্মদ হাওলাদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল সরদার, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস দেওয়ান, যুগ্ম আহবায়ক আল আমিন মৃধা, ছাত্র দলের সদস্য সচিব মাইনুল আহসান সম্রাট প্রমুখ।
Posted ৯:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta