মোস্তাফিজার রহমান ,দিনাজপুর :
দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে চারতলা উপর থেকে পড়ে এক যুবক নিহত। দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালের চারতলার বারান্দা উপর থেকে পড়ে দিবাকর দাস রয়েল (৪৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার(৪ জানুয়ারি)বিকেল সাড়ে চার টায় সময় মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। দিবাকর দাস হাসপাতালে চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। নিহত দিবাকর দাস দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার সীতানাথ দাসের ছেলে। পেশায় ইজিবাইকের চেইন মাস্টার ছিলেন বলে জানা যায়। দিবাকর দাসের পরিবার সূত্রে জানা যায় ২ জানুয়ারি সকালে দিবাকর দাসের মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হয়। প্রথমে তাঁকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সকাল থেকে তিনি কিছুটা ছটফট করছিলেন। বিকেলে মেডিসিন ওয়ার্ডের বারান্দার দরজা খোলা পেয়ে বাইরে যান। পরে তাঁকে মৃত অবস্থায় হাসপাতালের নিচে পড়ে থাকতে দেখেন লোকজন।হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন,চার তলায় মেডিসিন ওয়ার্ডের পুরুষ বিভাগের ৪৫৩ নম্বর কক্ষের ২৬ নম্বর বেডে ওই রোগী চিকিৎসাধীন ছিলেন। বারান্দার দরজা খোলা ছিল। ওয়ার্ড থেকে বারান্দায় গিয়ে নিচে লাফ দেন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। খবর পেয়ে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ এসে হাসপাতালের নিচ তোলা থেকে দিবাকর দাসের মৃতদেহ উদ্ধার করে। মেডিকেলের স্টাফরা আরো জানান মস্তিষ্কে রক্ত ক্ষরণ জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। হাসপাতালে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী। স্বামীকে রেখে পানি আনতে গিয়ে ছিলেন তিনি। এ সময় চতুর্থতলার বারান্দা থেকে লাফ দেন। তবে এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। পাশাপাশি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।