আজ, বৃহস্পতিবার


২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও জয়হীন বার্সেলোনা

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও জয়হীন বার্সেলোনা
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক :

লা লিগায় শনিবারের আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে বার্সেলোনা হেরেছিল ১-০ গোল। এক ম্যাচ পরেই জয়ে ফিরতে পারতো তারা। কিন্তু অস্বস্তিকর লাল কার্ড তা আর হতে দিলো কই?

শনিবার রাতে লা লিগায় ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। তখন সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে বার্সা। এরপরই সবকিছু এলোমেলো হয়ে গেল। লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখলেন বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক কাসাডো তোরাস।

১০ জনের বার্সা শেষ পর্যন্ত ভিগোর কাছ থেকে পূূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি। এরপর ২ মিনিটের মধ্যে জোড়া গোল করে বসে সেল্টা ভিগো। ৮৪ ও ৮৬ মিনিটে গোল করে স্বাগতিকরা। এতে ২-২ সমতায় ফেরে সেল্টা ভিগো। একজন কম নিয়ে শেষ পর্যন্ত বার্সার পক্ষে আর গোল করা সম্ভব হয়নি। অবশেষে পয়েন্ট খুঁইয়ে ফেরত আসতে হয় বার্সাকে।

ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোল করেন রাফিনহা। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৬১ মিনিটে রবার্ট লেওয়ানডস্কির গোলে ব্যবধান দ্বিগুণ (২-০) করে সফরকারীরা।

প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তেই ১০ জনের দলে পরিণত হতে পারতো বার্সা। ৪৫ মিনিটে সেল্টার অধিনায়ক লাগো আসপাসকে ট্যাকল দিতে গিয়ে ফাউল করেন বার্সার ডিফেন্ডার জেরার্ড মার্টিন। ওই সময় মার্টিন লাল কার্ড দেখতে পারতেন। কেননা আগেই একবার হলুদ কার্ড দেখেছিলেন তিনি।

মার্টিনকে দ্বিতীয় হলুদ কার্ড না দেখানোয় কড়া প্রতিবাদ করে আসপাস নিজেই হলুদ কার্ড দেখেন। এ সময় রেফারির উপর রাগে ফেটে পড়েন ভিগো অধিনায়ক। সতীর্থ আর কোচ মিলে তাকে থামালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেষ পর্যন্ত ৮২ মিনিটে লাল কার্ড দেখতেই হলো বার্সাকে। সফরকারীরা ১০ জনের দলে পরিণত হলে সুযোগ কাজে লাগায় ভিগো।

৮৪ মিনিটে আলফনসো গঞ্জালেজের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে ভিগো। ২ মিনিট পর হুগো আলভারেজের গোলে ২-২ সমতায় ফেরে স্বাগতিকরা।

ম্যাচের পর বার্সার মিডফিল্ডার গাভি বলেন, ‘খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু লাল কার্ড সত্যিই আমাদের প্রভাবিত করেছে। সেল্টা দুটি নির্দিষ্ট অ্যাকশনে আমাদেরকে পেছনে ফেরে দিয়েছে। আপনি যদি মনোযোগ হারান, তাহলে এটিই ঘটবে…। আমরা নিজেদের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠাতে পারি না। কারণ তখন এই ঘটনা (হেরে যাওয়া) ঘটে।

তিনি আরও বলেন, একজন কম নিয়ে ৩ পয়েন্ট পাওয়া কঠিন। এটা ফুটবল এবং আমাদের শিখতে হবে.।

১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগায় টেবিলের শীর্ষে আছে বার্সা। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com