আজ, শনিবার


২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম টি-টোয়েন্টি শেষ ৫ ওভারেই

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম টি-টোয়েন্টি শেষ ৫ ওভারেই
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক :

চতুর্থ টি-টোয়েন্টিতে দুই ইনিংস মিলিয়ে ৩২টি ছক্কা দেখেছিলেন সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামের দর্শকরা। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতেও এমন বিনোদন খুঁজেছিলেন তারা। তা আর হলো কই? বৃষ্টি তো সবই বরবাদ করে দিলো। এই ম্যাচে দর্শকরা খেলা দেখতে পেরেছে কেবল ৫ ওভার। বাকি খেলা খেলেছে সেইন্ট লুসিয়ার ভারী বৃষ্টি।

এই ভেন্যুতেই আগের ম্যাচে ইংল্যান্ডের ২১৮ রান টপকে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এটি ছিল ঘরের মাঠে রান তাড়ায় ক্যারিবিয়ানদের সর্বোচ্চ জয়। এতে কেবল সিরিজের ব্যবধানটাই (৩-১) কমাতে পেরেছে স্বাগতিকরা। তার আগেই ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছিল ইংলিশরা। শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সিরিজ শেষ হয় ৩-১ ব্যবধানেই।

বৃষ্টি শুরুর আগে টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান করে তারা। ২০ বলে ২৯ রান করেন এভিন লুইস। ১০ বলে ১৪ রানে উইকেটে ছিলেন শাই হোপ।

এই সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ইংল্যান্ডের ডানহাতি পেসার সাকিব মাহমুদ। মোট ৯ উইকেট শিকার করেন তিনি।

সর্বোচ্চ রান সংগ্রাহক ফিল সল্ট। এক সেঞ্চুরি ও এক ফিফটিতে মোট ১৬২ রান করেন ইংলিশ ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল করেন ১৫৩ রান। আরেক ইংলিশ ব্যাটার জ্যাকব বেথেল করেন ১২৭ রান।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com