আজ, বৃহস্পতিবার


২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোর ৯০৬, পর্তুগালের টানা তৃতীয় জয়

সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
রোনালদোর ৯০৬, পর্তুগালের টানা তৃতীয় জয়
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক :  ম্যাচটা ছিল রোনালদো বনাম রবার্ট লেওয়ানডস্কির। উয়েফা নেশন্স কাপে শনিবার রাতে পোল্যান্ডে ওয়ারশয় স্বাগতিকদের মুখোমুখি হয়েছিলো রোনালদোর পর্তুগাল। স্বাগতিক হয়েও পর্তুগালের ওপর কোনো প্রভাবই বিস্তার করতে পারেননি পোলিশরা। বরং রোনালদোর গোলে স্বাগতিকদের ৩-১ ব্যবধানে হারিয়ে দারুণ এক জয় তুলে নিলো পর্তুগাল।

ক্যারিয়ারে ১ হাজার তম গোল করার দিতে তীব্র গতিতে ছুটে চলছেন সিআর সেভেন। পোল্যান্ডের বিপক্ষে করলেন ১ গোল। সব মিলিয়ে ক্যারিয়ারে ৯০৬তম গোল করে ফেললেন সৌদি ক্লাব আল নাসরের এ ফুটবলার। এ নিয়ে দেশের হয়ে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। রোনালদোছাড়াও পর্তুগালের হয়ে গোল করেন বার্নার্ডো সিলভা। অন্য গোলটি এসেছে আত্মঘাতি থেকে। ইয়ান বেদনারেক নিজেদের জালেই বল জড়িয়েছিলেন। পোল্যান্ডের গোলটি করেন পিওতর জিয়েলিনস্কি।

এ জয়ে ‘এ’ তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিযে শীর্ষে রয়েছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। পোল্যান্ডের পয়েন্ট ৩। বাকি দল স্কটল্যান্ড ৩ ম্যাচেই হার, কোনো পয়েন্ট নেই। ওয়ারশতে শনিবার শুরুতে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে পর্তুগাল। তবে গোলও তারা প্রথমে আদায় করে নেয়। ২৬তম মিনিটে এগিয়ে যায় বার্নার্ডো সিলভার গোলে। ম্যানইউ তারকা ব্রুনো ফার্নান্দেজের হেড পাস পেয়ে বাঁ পায়ের জোরালো শটে পোল্যান্ডের জালে বল জড়ান ম্যানসিটি তারকা সিলভা।

৩৭তম মিনিটে পর্তুগালকে আবারও উল্লাসে ভাসান রোনালদো। তবে গোলটির পেছনে বড় কৃতিত্ব রাফায়েল লিয়াওয়ের। এসি মিলান ফরোয়ার্ড লিয়াওয়ের শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি শটে বল জালে জড়ান সিআর সেভেন। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। আর ১৭ বছর পর পোল্যান্ডের বিপক্ষে হলো তার গোল।

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর মোট গোল সংখ্যা এখন ১৩৩টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে মোট গোল ৯০৬টি। ২০২৪ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৩৩ গোল হলো পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।

বিরতির ১০ মিনিটের মধ্যে ব্যবধান আরো বাড়ানোর পরিষ্কার সুযোগ পেয়েছিলেন রোনালদো। বক্সে ফাঁকায় বল পেয়েও শট না নিয়ে ব্রুনো ফার্নান্দেসকে পাস দেন, তবে শট লক্ষ্যে রাখতে পারেননি ম্যানইউর এই মিডফিল্ডার। সুযোগ পেয়েছিলেন রবার্ট লেওয়াডস্কিও; কিন্তু হেড লক্ষ্যে রাখতে পারেননি বার্সা তারকা। ৭৮তম মিনিটে স্বাগতিকদের হয়ে ইন্টার মিলান মিডফিল্ডার পিওতর জিয়েলিনস্কির গোলে ব্যবধান কমলে কিছুটা আশা জাগে পোল্যান্ডের। তবে সেই আশা শেষ হয়ে যায় ৮৮ মিনিটে আত্মঘাতি গোলে। গোলমুখে বল আটকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ডিফেন্ডার ইয়ান বেদনারেক। এতেই ৩-১ গোলে হেরে যায় রবার্ট লেওয়ানডস্কির দল। আরেক ম্যাচে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com