আজ, বৃহস্পতিবার


১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে চুরি করে পালিয়ে যাওয়ার সময় গন পিটুনীতে নিহত ১

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
দিনাজপুরে চুরি করে পালিয়ে যাওয়ার সময় গন পিটুনীতে নিহত ১
সংবাদটি শেয়ার করুন....
মোস্তাফিজার রহমান দিনাজপুর:
দিনাজপুরে এক বসত বাড়িতে চুরি করে পালিয়ে যাওয়ার সময় গন পিটুনিতে এক যুবক নিহত হয়েছে এ সময় পালিয়ে গেছে দুই জন।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার ঝানজিরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় নিহত আইনুল ইসলাম (৩৩) চিরিরবন্দর উপজেলার তেতুলিয়া মাঝিপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। দিনাজপুর কোতয়ালী থানার ওসি ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,ঝানজিরা গ্রামের রাস্তার ওপর থেকে আইনুলের লাশটি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে জনৈক জাফরের বাড়িতে একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল তিনজন চোর। টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করলে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও আইনুল ধরা পড়ে যান। এ সময় গণপিটুনিতে প্রাণ হারান হারায় এক যুবক আর দুই যুবক পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনটি মোবাইল ফোনের একটি নিহত আইনুল ইসলামের এবং অন্য দুটির মালিকানা দাবি করেছে জাফরের পরিবারের সদস্যরা।লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে! আইনগত প্রক্রিয়াধীন।
Facebook Comments Box
advertisement

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com