দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার ২১ মে রাত সাড়ে ৮টার সময় দিনাজপুর-দশ মাইল মহাসড়কে দিনাজপুর শিক্ষা বোর্ডের উত্তর গোবিন্দপুর স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রদক্ষ দোষীর কাছ থেকে জানা যায় একটি দ্রুতগামী যাত্রীবাহী মিনিবাস পিছন দিক থেকে ধাক্কা দিলে মনসুর আলী পড়ে যায়,ওই সময় তার মাথার উপর দিয়ে চাকা গেলে। মাথা ফেটে মগজ বের হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়,এবং ঘটনাস্থলে তিনি মারা যান।নিহত মনসুর আলী (৬৫)দিনাজপুর সদর উপজেলার উত্তর গোসাইপুর বটতলী এলাকার মৃত শুকুর আলী ছেলে।দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দিনাজপুর ১০ মাইল শিক্ষা বোর্ডের উত্তর গোবিন্দপুর মহাসড়কে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ঘাতক মিনি বাসটি এ দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। যানবাহন চলাচলে স্বাভাবিক এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
Posted ২:২৬ অপরাহ্ণ | বুধবার, ২২ মে ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta