আজ, শনিবার


২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে এক ব্যক্তি হাসুয়ার কোপে নিহত, ঘাতক গণপিটুনিতে মৃত্যু 

রবিবার, ১৯ মে ২০২৪
দিনাজপুরে এক ব্যক্তি হাসুয়ার কোপে নিহত, ঘাতক গণপিটুনিতে মৃত্যু 
সংবাদটি শেয়ার করুন....
মোস্তাফিজার রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ভারসাম্যহীন এক যুবকের হাসুয়ার কোপের আঘাতে গণেশ নামক এক ব্যক্তি নিহত হয়েছে ওই সময় আহত হয়েছে আরো একজন,নিহত গণেশ (৫৮) আহত সরস (২৮) এঘটনায় জনতার গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন ঘাতক বিকাশ (৩৩) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০ টায় সময় মারা যান।শুক্রবার (১৭ মে) বিকেল ৪টায় দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর মুশোহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত গনেশ (৫৮) দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের উত্তর জয়দেবপুর মুশোহরপাড়ার মৃত আতোয়ারীর ছেলে। আর আহত শরস (২৮) একই এলাকার পরসাদুর ছেলে।এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ঘাতক বিকাশকে আটক করে গণপিটুনি দেয়। তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্ত বিকাশকে হেফাজতে নিয়ে এবং আহত শরস সহ দু’জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ঘাতক বিকাশ শুক্রবার রাত ১০ টায় মারা যায়। এ ঘটনার সূত্রপাত কি নিয়ে এলাকার প্রদক্ষ দোষীর কাছ থেকে জানা যায় সামান্য একটু জমিজমা কে কেন্দ্র করে এক ঘটনা ঘটতে পারে বলে ধারণা করেন এলাকাবাসী।দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ হোসেন এ ঘটনা নিশ্চিত করে বলেন ,ঘাতক বিকাশ মানষিক ভারসাম্যহীন। সেও মারা গেছে। আহত শরস এর অবস্থাও ভালো নয়।বিষয়টি অত্যন্ত দু:খনক।যে হত্যা করেছে,সেও গণপিটুনিতে মারা গেছে। এবিষয়টি আমরা খতিয়ে দেখছি। পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।উভয়ের মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ মে ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com