বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (৫ মে) বিকেলে উপজেলা চত্বরে ধান কাটা মাড়াইয়ের জন্য এ হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহায়তা আওতায় দুই জন কৃষক এ মেশিন সংগ্ৰহ করেন। তারা হলেন উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি গ্রামের গোলজার হোসেন সরকারের ছেলে গোলাম সরোয়ার ও সর্বানন্দ ইউনিয়নের তালুক রামভাদ্র গ্রামের শেখ ফয়েজ উদ্দিনের ছেলে শেখ সবুজ।
এ কম্বাইন হারভেস্টার মেশিনের বাজারমূল্য ৩২লাখ টাকা। এর মধ্যে সরকারিভাবে ভর্তুকি দেওয়া হয়েছে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা। বলা যায় প্রায় ৫০%ভূর্তুকি সুবিধা পাচ্ছেন। আর বাকি টাকা কৃষকদের নিজস্ব তহবিল থেকে দিয়ে ক্রয় করতে হচ্ছে। এটা দিয়ে কৃষক খুব সহজে অল্প সময়ে তার ধান, গম ও ভুট্টা কাটা, মাড়াই ও বস্তাবন্দি করতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, এস কিউ ট্রেডিং এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র টেরিটরি অফিসার রমণী কান্ত বর্মণ প্রমূখ।