বিমল কুমার রায়, দেবীগঞ্জ প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ চার জুয়ারি কে আটক করেছেন দেবীগঞ্জ থানা পুলিশ।
মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করে যাচ্ছেন দেবীগঞ্জ থানা পুলিশ। তারই অংশ হিসেবে দেবীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এস আই ফারুক রানা।
অভিযানে উপজেলার ২ নং শালডাঙ্গা ইউনিয়ন ০৯ নং ওয়ার্ডের ছত্র শিকারপুর গ্রামের শালডাঙ্গা মোড়ের বাচ্চু মিয়ার কাঁচামালের আড়ৎ থেকে ১৯/০৪/২০২৪ ইং রাত ১২.০৫ মিনিটে জুয়া খেলার আসর হতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৪৯৩৫০/- টাকা সহ চার জুয়ারি আটক করেন দেবীগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন, শালডাঙ্গা ইউনিয়নের ছত্র শিকারপুর গ্রামের মো: লুৎফর রহমানের ছেলে মো:স্বপন ইসলাম(২৮), মৃত বেলাল হোসেন ছেলে আব্দুল জলিল(৩২), মোঃ জহির উদ্দিন এর ছেলে মোঃ কাছেদ আলী(২৮) এবং মোঃ চাঁন মাহমুদ মুন্সীর ছেলে আজিজুল ইসলাম(৩২)
জুয়াড়ি আটকের বিষয়টি নিশ্চিত করে ওসি তদন্ত মো: নজরুল ইসলাম বলেন, ৪ জুয়ারি আটকের পর আজ আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ১০:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta