আজ, Wednesday


১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

দেশের ফুটবলে পরিবর্তন আনবেন হামজা, আশা মাশরাফির

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
দেশের ফুটবলে পরিবর্তন আনবেন হামজা, আশা মাশরাফির
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক :
দেশের ‍ফুটবলে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী দেশে এসেছেন জাতীয় দলের হয়ে মাঠ রাঙানোর জন্য।

দেশের ইতিহাসে প্রথম ইপিএলে খেলা ফুটবলার লাল-সবুজের জার্সি পরে মাঠ মাতাবেন তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সবাই। ব্যতিক্রম নয় ক্রিকেট তারকারাও। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা রাজনৈতিক পটপরিবর্তনের কারণে রয়েছেন আড়ালে। তবে দেশের খোঁজ রাখছেন ঠিকই। হামজা চৌধুরী দেশে আসায় উচ্ছ্বসিত তিনিও। হামজাকে স্বাগত জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছোটবেলার স্মৃতি রোমন্থন করলেন বাংলাদেশে এই পেসার।

তিনি লিখেন, ‘বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরি! আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন দিনগুলোই ফিরে এসেছে। ’

ইপিএল থেকে এখানে এসে খেলা বাংলাদেশের জন্য বড় পাওয়া বলে মনে করেন মাশরাফি, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন, লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে, এই দেশের জন্য এটা বড় পাওয়া। আপনার প্রতি কৃতজ্ঞতা। যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে, সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা। ’

প্রিমিয়ার লিগ থেকে আসায় হামজার প্রতি মানুষের প্রত্যাশা অনেক। তবে এসেই যে সব পরিবর্তন করে ফেলবেন ব্যাপারটি তেমন না। এটি অবশ্য মনে করেন মাশরাফিও। তবে দেশের ফুটবল সংস্কৃতিতে পরিবর্তনের ছোঁয়া যেন লাগে, এই প্রত্যাশা রয়েছে সাবেক এই অধিনায়কের।

মাশরাফি বলেন, ‘আপনি এসেই জাদুকরী কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন, এমন আকাশছোঁয়া প্রত্যাশা আমার নেই। মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও আমার জানা আছে। স্রেফ আশা করব, আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে, লোকের আগ্রহ বাড়বে, শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে, আর্জেন্টিনা-ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে। আশা করব, আপনাকে ঘিরে দেশের ফুটবলের সংস্কৃতিতে পরিবর্তন আসবে, আপনার পায়ে পায়ে দেশের সামগ্রিক ফুটবল এগিয়ে যাবে।

বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, ‘জামাল ভূঁইয়া, তারেক কাজীসহ প্রবাসী যারা এসে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন, আরও যারা আসবেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ফুটবল আমাদের প্রাণের খেলা। ফুটবলে এই নতুন দিনের গান আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচ ও সামনের দিনগুলির জন্য শুভকামনা হামজা। শুভকামনা বাংলাদেশ ফুটবল দল।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com