নিজস্ব প্রতিবেদন : ত্রয়োদশ নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে রাজসিক এক জয় পেল বাংলাদেশ। ৭ উইকেটের জয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ আসরের সূচনা পর্ব রাঙালেন নিগার সুলতানা ও তার সতীর্থরা।ত্রয়োদশ নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে রাজসিক এক জয় পেল বাংলাদেশ। ৭ উইকেটের জয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ আসরের সূচনা পর্ব রাঙালেন নিগার সুলতানা ও তার সতীর্থরা। গতকাল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামা পাকিস্তানকে ১২৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশের বোলিং ব্রিগেড। ছোট এ টার্গেট তাড়া করতে নেমে ১১৩ বল ও ৭ উইকেট হাতে রেখে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। অভিষিক্ত রুবাইয়া হায়দার ঝিলিক ৭৭ বলে ৫৪ রানের হার না মানা ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে ৭৭ বলে ৬২ রানের জুটি গড়েন তিনি। জ্যোতি ৪৪ বলে ২৩ রান করে বিদায় নেয়ার সময় বাংলাদেশ জয় থেকে ৩৩ রান দূরে ছিল। জ্যোতির জায়গায় নামা সোবহানা মোস্তারির অনবদ্য ব্যাটিং পাকিস্তানকে কোনো সুযোগই দেয়নি। ১৯ বলে ৬ বাউন্ডারিতে ২৪ রানে অপরাজিত থাকেন তিনি। এ পথে ঝিলিকের সঙ্গে ৩৮ বলে ৩৪ রানের জুটি গড়েন। এর মধ্যে ২৪ রানই মোস্তারির। এর আগে নতুন বলে পাকিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দেন মারুফ আক্তার। প্রথম ওভারেই পরপর দুই বলে বোল্ড করেন পাকিস্তানের ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। সিদরা আমিন বর্তমানে পাকিস্তানের সেরা ব্যাটার। অথচ মারুফার ইন সুইং বলে তিনি রীতিমতো বোকা বনে যান। এরপর পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন ঘটান স্পিনার নাহিদা আক্তার। তিনি ফেরান মুনীবা আলীকে। পাকিস্তান ৬৭ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। স্পিনার নিশিতা আক্তার নিশি অভিজ্ঞ আলিয়া রিয়াজকে সাজঘরে পাঠালে আরো বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তান (৯১/৬)। বোর্ডে ১০০ রান তোলার পর পরই সপ্তম উইকেটের পতন ঘটে তাদের। অধিনায়ক ফাতিমা সানা খানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন স্পিনার ফাহিমা খাতুন। রিভিউ নিয়েও তিনি বাঁচতে পারেননি। এরপর দ্রুতই বাকি ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে ১২৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। শেষ তিনটি উইকেট নেন স্বর্ণা আক্তার। ১৩০ রান টার্গেটে নেমে দলীয় ৭ রানের মাথায় অভিজ্ঞ ফারজানা হক পিংকির উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলকে টানছিলেন শারমিন আক্তার সুপ্তা ও রুবাইয়া। ৩০ বলে ১০ রান করে আউট হয়ে যান অভিজ্ঞ সুপ্তা। দলীয় ৩৫ রানে দুই উইকেট পতনের পর রুবাইয়ার সঙ্গে যোগ দেন অধিনায়ক নিগার সুলতানা। এ দুজনের দৃঢ়তায় জয়ের কাছাকাছি চলে যায় বাংলাদেশ। ৭৭ বলে ৬২ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন দুজন। জ্যোতি বিদায় নিলেও দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন ঝিলিক। এ পথে তিনি যোগ্য সাপোর্ট পান মোস্তারির। মাত্র দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল। এর আগে ২০২২ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় লাল-সবুজ জার্সিধারীরা। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত গত আসরে হ্যামিল্টনে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিল নিগারের দল। দ্বিতীয় আসরেও বাংলাদেশ হারাল পাকিস্তানকে। অর্থ্যাৎ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দুবারের দেখায় পাকিস্তানকে দুবার হারানোর কৃতিত্ব দেখাল বাংলাদেশ। এ নিয়ে ১৭টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়ে সমান ৮টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও পাকিস্তান। গত এপ্রিলে লাহোরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সর্বশেষ মুখোমুখি হয় দুটি দল, যে ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। এবার মূল পর্বে জিতল লাল-সবুজরা।মঙ্গলবার আসামের গুয়াহাটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ গুয়াহাটিতে ইংল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। জয় শেষে নিগার সুলতানা বলেন, ‘আমি মেয়েদের বলছিলাম যে পাওয়ার প্লেতে উইকেট নিতে হবে। মারুফা খুবই তরুণ আর পরিপক্ব বোলার। সে তার ভূমিকা ভালো করেই জানে। সে যেভাবে পারফর্ম করল তা অসাধারণ। এছাড়া অভিষেকে অসাধারণ খেলেছে ঝিলিক। আমরা জয় দিয়ে সূচনা করতে চেয়েছিলাম। আশা করি এ জয় আমাদের পরবর্তীতে মোমেন্টাম তৈরি করে দেবে।
সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান: ৩৮.৩ ওভারে ১২৯ (রামিন শামীম ২৩, ফাতিমা সানা ২২; স্বর্ণা আক্তার ৩/৩, নাহিদা ২/১৯, মারুফা ২/৩১)। বাংলাদেশ: ৩১.১ ওভারে ১৩১/৩ (রুবাইয়া হায়দার ৫৪*, মোস্তারি ২৪*, নিগার ২৩; ডায়ানা বাইগ ১/১৪, শামীম ১/২৫)। ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: মারুফা আক্তার (বাংলাদেশ)।
Posted ৭:০০ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta