আজ, বুধবার


১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

অভ্যন্তরীণ ব্যাংকিং থেকে অফশোর ইউনিটে তহবিল স্থানান্তর বন্ধ

বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪
অভ্যন্তরীণ ব্যাংকিং থেকে অফশোর ইউনিটে তহবিল স্থানান্তর বন্ধ
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্টার: দেশের ব্যাংকগুলোর অভ্যন্তরীণ ব্যাংকিং থেকে অফশোর ইউনিটে তহবিল স্থানান্তরের পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এখন থেকে কোনো বাণিজ্যিক ব্যাংক তাদের ডমেস্টিক ব্যাংকিং থেকে অফশোর ব্যাংকিং ইউনিটে কোনো ডলার বা তহবিল স্থানান্তর করতে পারবে না। একই সঙ্গে ব্যাংক থেকে অফশোর ব্যাংকিং ইউনিটে এর আগে স্থানান্তর করা তহবিল পর্যায়ক্রমে মূল ব্যাংকে ফিরিয়ে আনতে বলা হয়েছে। এক্ষেত্রে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অফশোর ইউনিট হলো কোনো ব্যাংকের বৈদেশিক মুদ্রায় বিদেশ থেকে আমানত সংগ্রহ করে বৈদেশিক মুদ্রায় ঋণ বিতরণের জন্য গঠিত পৃথক ইউনিট। দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রায় সব ব্যাংকেরই অফশোর ইউনিট রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৯ সালে ডমেস্টিক ব্যাংকিং থেকে অফশোর ব্যাংকিংয়ে তহবিল স্থানান্তরের সীমা ব্যাংকের মোট রেগুলেটরি মূলধনের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়। এরপর ২০২০ সালে প্রজ্ঞাপন জারি করে এটি বাড়িয়ে ৩০ শতাংশ পুনর্নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কিছু ব্যাংকের ডমেস্টিক ব্যাংকিং থেকে অফশোর ব্যাংকিংয়ে স্থানান্তরিত তহবিল নির্ধারিত সীমার বেশি ছিল। এ কারণে ২০২১ সালের মধ্যে এ তহবিল ৩০ শতাংশে নামিয়ে আনতে নির্দেশনা দেয়া হয়েছিল।

‘এখন থেকে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় অধিকতর গতিশীলতা আনয়ন এবং ব্যাংকের অফশোর ব্যাংকিং অপারেশনকে ডমেস্টিক ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীলতা হ্রাস করতে ডমেস্টিক ব্যাংকিং থেকে অফশোর ব্যাংকিংয়ে তহবিল স্থানান্তর রহিত করা হলো। এর আগে ডমেস্টিক ব্যাংকিং থেকে অফশোর ব্যাংকিংয়ে স্থানান্তরিত তহবিল পর্যায়ক্রমে হ্রাসপূর্বক আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে সমন্বয়ের জন্য নির্দেশনা দেয়া হলো।’

দেশের ব্যাংক খাতে ডলার সংকট তীব্র হয়ে ওঠায় এ নির্দেশনা দেয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলছেন, ডলার সংকট কেটে গেলে ভবিষ্যতে এ শর্ত আবারো শিথিল করা হতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com