গণবার্তা রিপোর্টার: নারীদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে শোভাযাত্রা, আলোচনা ও গণটিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন খান এমপি। আলোচনা সভায় কী নোট উপস্থাপন করেন গাইনি অ্যান্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সেহেরীন এফ সিদ্দিকা। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. মো. নাসিমুল ইসলাম, নির্বাহী পরিচালক প্রফেসর ডাক্তার মো. এখলাসুর রহমান মডার্ন হেলথ গ্রুপের উপদেষ্টা মে. জে. (অব.) আশরাফ আব্দুল্লাহ ইউসুফ প্রমুখ। শোভাযাত্রা ও সেমিনারে সায়েন্টেফিক পার্টনার হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাস লিমিটেড।
Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta