গণবার্তা রিপোর্টার: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ও মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় পোশাক কারখানার শ্রমিক ও কর্মীদের ব্যাপক চক্ষুসেবা দেয়া হবে। বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের উপস্থিতিতে সংগঠনের মহাসচিব মো. ফয়জুর রহমান এবং এমএসএসের উপদেষ্টা তরিকুল গনি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের লক্ষ্য হচ্ছে চোখের স্বাস্থ্যের প্রয়োজনীয় পরিষেবাগুলো সরাসরি পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারীদের কাছে পৌঁছে দেয়া।
Posted ১১:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta