আজ, বৃহস্পতিবার


২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মাধবপুরে দিনমজুর হত্যা মামলার ৪ আসামির মৃত্যুদণ্ড

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
মাধবপুরে দিনমজুর হত্যা মামলার ৪ আসামির মৃত্যুদণ্ড
সংবাদটি শেয়ার করুন....
আক্তার হোসাইন, মাধবপুর  (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জে মাধবপুরে পরকীয়ার প্রেমের জেরে এক দিনমজুরকে হত্যার ঘটনায় ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) এ.কে.এম কামাল উদ্দিন এ রায় দেন।  রায়ে, আসামিদের প্রত্যেককে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন,পরে  তাদের জেলা কারাগারে পাঠানো হয়। এ ছাড়া এ হত্যা মামলার অপর এক আসামি মারাজ মিয়ার মৃত্যু হওয়ায় আদালত তাকে অব্যাহতি দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামে মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, একই গ্রামের মারাজ মিয়ার ছেলে সোলেমান মিয়া, হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া ও মুরাদপুর গ্রামের মৌলা মিয়া ছেলে আবুল মিয়া। মামলায় অভিযোগের বরাতে জেলা ও দায়রা জজ আদালতের পেশকার তপন সিংহ জানান, বার চান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে দিনমজুর ছাবু মিয়ার স্ত্রীর সাথে আসামিদের একজনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে ২০০৯ সালের ১৩ এপ্রিল ছাবু মিয় কে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে রাখা হয়। এ ঘটনায় ছাবু মিয়ার ভাই হাফিজ মিয়া তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন।  একই বছরের ২১ মে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র  দেন। প্রায় ১৬ বছরে ধরে বিচার কাজে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। এ সময় আদালতে মামলার বাদী হাফিজ মিয়া জানান,  গত ১৬ বছর ধরে অতিকষ্টে মামলা পরিচালনা করে আসছি। হত্যা কান্ডের শিকার আমার ভাই সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। এ রায়ে  আজ আমি সন্তুষ্ট হয়েছি।
Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com