আজ, বৃহস্পতিবার


২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ের দেবীগঞ্জে টোলের ১০ টাকার জন্য অমানবিক নির্যাতনের শিকার ভ্যানচালক

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
পঞ্চগড়ের দেবীগঞ্জে টোলের ১০ টাকার জন্য অমানবিক নির্যাতনের শিকার ভ্যানচালক
সংবাদটি শেয়ার করুন....
মেহেদী হাসান সেতু,পঞ্চগড় প্রতিনিধি : 
টোলের ১০ টাকার জন্য পঞ্চগড়ের দেবীগঞ্জে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে ইজারাদারের লোকজনের বিরুদ্ধে। নির্যাতিত ভ্যানচালক মফিজুল ইসলাম (৪৩)  দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। (২৪ ফেব্রুয়ারি) সন্ধায় দেবীগঞ্জ পৌরসভার চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর পশ্চিম পাড়ে এমন ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী মারফত জানা যায়। সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকায় ভ্যান চালক মফিজুল ইসলাম কালীগঞ্জ বাজার থেকে আলু নিয়ে বোম্বে এগ্রো লিমিটেডে যাচ্ছিলেন। এসময় টোলের দায়িত্বে থাকা শাহাদত, লিটন সহ বেশ কয়েকজন মফিজুলকে ভ্যান থেকে নামিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করতে থাকেন। একপর্যায়ে মফিজুলকে বাঁচানোর জনৈক কয়েকজন ভ্যান চালক এগিয়ে আসলে তারাও মারপিটের শিকার হন বলে প্রত্যক্ষদর্শী মারফত জানা যায়। এদিকে ভ্যানচালক মফিজুল ইসলামকে মারধরের প্রতিবাদে পৌর এলাকার ভ্যানচালকেরা এশিয়ান হাইওয়ে অবরোধ করে রাখলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগী মফিজুলের মামাতো ভাই লিটন এ শাহাদত নাম উল্লেখ করে আরো ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা গণমাধ্যমকে জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং আইনগত অবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box
advertisement

Posted ১২:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com