আফজালুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ :
হোসেনপুরে শিশুদের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র পেলো দেড় শতাধিক অসহায় শিশু। শনিবার (১৩ জানুয়ারি) স্থানীয় হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের মাঠে ৬ থেকে ১২ বছর বয়সী বিদ্যালয় গ্রামী ও মাদ্রাসা পড়ুয়া শিশুদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। সমাজের বিত্তশালী ব্যক্তিদের সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: তানভীর হাসান জিকু, আরএমও ডা: দেবাঞ্জন পন্ডিত, অধ্যাপক এবিএম চঞ্চল, সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন, শিশুদের হাসি ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হাসান রিয়াদ প্রমুখ।