আজ, রবিবার


২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

হবিগঞ্জ সদর হাসপাতালে এক সপ্তাহে নবজাতকসহ বিশ জনের মৃত্যু

রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪
হবিগঞ্জ সদর হাসপাতালে এক সপ্তাহে নবজাতকসহ বিশ জনের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....
এস এম টিপু সুলতান, হবিগঞ্জ :
 হবিগঞ্জে গত এক সপ্তাহ ধরে অব্যাহতভাবে বাড়ছে শীত। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। গত এক সপ্তাহে ১৫ নবজাতকসহ এক শিশু ও ৫ বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার একদিনে হাসপাতালের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটে (স্ক্যানু) পাঁচ নবজাতকের মৃত্যু হয়েছে। একসপ্তাহে এখানে মারা গেছে ১৫ নবজাতক। হাসপাতালের শিশু ওয়ার্ডে গত বুধবার মারা গেছে এক শিশু। এ ছাড়াও গত ৭ দিনে ৫ জন বৃদ্ধও শীতজনিত কারণে মারা গেছেন।
বর্তমানে শিশুরোগীর চাপে  সেবা দিতে হিমশিম খাচ্ছেন ওই হাসপাতালের চিকিৎসকরা। বর্তমানে হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ১১ সিটের বিপরীতে ভর্তি আছে ১০০ জন।
সরেজমিনে শনিবার (১৩ জানুয়ারী) সকালে হাসপাতালের অ্যানুতে গিয়ে দেখা গেছে, নবজাতক কোলে অভিভাবকদের লম্বা লাইন। সেখানে হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. দেবাশীষ দাস রোগীদের সেবা দিচ্ছেন। নবজতাকদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদের সিলেটে পাঠানো
হচ্ছে।
হাসপাতালের শিশু ওয়ার্ডের রেজিস্টারে ভর্তি ছিল ৯৬ জন শিশু। অথচ সেখানে সিট আছে ৫৯টি। ভর্তি রোগীর অধিকাংশই নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত।
সেখানে নার্সরা রোগীদের নিরলসভাবে সেব্য দিয়ে যাচ্ছেন। হাসপাতালের নার্স জোৎনা আক্তার জানান, হাসপাতালে ভর্তি শিশু রোগী বেশিরভাগ নিউমোনিয়া ও
ডায়রিয়া আক্রান্ত। হাসপাতালের নার্সরা যথার্থ সেবা দিয়ে যাচ্ছেন।
হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ দেবাশীষ দাস জানান, তীব্র শীতে শিশুদের শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এ কারণে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেশি। অভিভাবকরা সচেতন না হলে শিশুদের অসুস্থতা বেড়ে যেতে পারে। হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুদের বাবা-মাকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
Facebook Comments Box
advertisement

Posted ১:১৩ অপরাহ্ণ | রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com