মোঃ রফিকুল ইসলাম (রাফি)
স্টাফ রিপোর্টার
মাদারীপুর-৩ আসনটি মাদারীপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন, কালকিনি ও ডাসার উপজেলা মোট ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বর্তমান এমপি সোবহান গোলাপ। ঈগল প্রতিক নিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী। তবে তিনি ভোটের মাঠে মাদারীপুর-৩ আসনে শক্ত ভাবে ঈগল প্রতীক নিয়ে নৌকার ঘাঁটি বলে পরিচিত সোবহান গোলাপের সাজানো বাগানে বসিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, মাদারীপুর-৩ আসনের নির্বাচন এলাকায় মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৩৪০ জন। মোট ১৩৪ কেন্দ্রের ৯৬৬৩৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী। এবং তার নিকট তম প্রতিদ্বন্ধী কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান এ আসনে এমপি সোবহান গোলাপ তিনি পেয়েছেন নৌকা প্রতীক নিয়ে ৬১৯৭১ ভোট।
দ্বাদশ জাতীয় সংসদের মাদারীপুর-৩ আসনের বিজয়ী প্রার্থী ঈগল প্রতিকের( স্বতন্ত্র প্রার্থী) তাহমিনা সিদ্দিকী বলেন, নির্বাচনে সাধারণ মানুষের ভালোবাসায় আমি তাহমিনা সিদ্দিকী নির্বাচিত হয়েছি। আমি বিজয়ী হয়ইনি, আপনারা (জনগণ) বিজয়ী হয়েছেন। আপনারাই এখন মাদারীপুর-৩ আসনের এমপি। আমি যে ভালোবাসা পেয়েছি যা কখনো ভুলতে পারবোনা। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো।
Posted ৯:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta