আজ, শনিবার


২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

উল্লাপাড়া উপজেলার বিরাজমান শিক্ষা পরিস্থিতি বিষয়ে সাবেক এমপি এর সংবাদ সম্মেলন

সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫
উল্লাপাড়া উপজেলার বিরাজমান শিক্ষা পরিস্থিতি বিষয়ে সাবেক এমপি এর সংবাদ সম্মেলন
সংবাদটি শেয়ার করুন....

এস. এম. জাহান ইমাম, স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিরাজমান শিক্ষা পরিস্থিতি বিষয়ে সাবেক সংসদ সদস্য আকবর আলী ৬ জানুয়ারি ২০২৫ সোমবার বিকাল ৪ টায় উল্লাপাড়া মামুন হল – এ সংবাদ সম্মেলন আয়োজন করেন । তিনি বলেন দেশ ও জাতির উন্নতি করতে হলে সুশিক্ষার কোনো বিকল্প নাই। তাই শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি উল্লেখ করে বলেন উল্লাপাড়ায় যখন কোন কলেজ ছিল না তখন ১৯৭০ সালে আকবর আলী কলেজ প্রতিষ্ঠা করেন। এরপর ধারাবাহিক ক্রমে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, মোমেন আলী বিজ্ঞান স্কুল ও বড়হর স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্ট গঠন করেন। উল্লাপাড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে ছাত্র ভর্তি সহ শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছিলেন। কিন্তু গত ১৫ বছর দেশের অন্যান্য প্রশাসনিক ব্যবস্থার মতো শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে । শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিক প্রতিষ্ঠান রূপান্তর করা হয়েছে । ছাত্র ভর্তিতে বাণিজ্য, শিক্ষক নিয়োগ বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় বাণিজ্য, সর্বক্ষেত্রে অর্থের বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। তিনি অভিযোগ করেন সাবেক এমপির দোসর কাজী এহসানুল হাসান সন্টু, তার পি এস মির আরিফুল ইসলাম উজ্জ্বল, পিএস শওকত ওসমান মোমেনা আলী বিজ্ঞান স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক রকিবুল ইসলামের সাথে যোগ সাজস করে চারটি ব্যাংক থেকে নগদ ১০,৮৭,৫৮,৪১৮ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন ।
তাদের তসরুপ আত্মসাৎকৃত উল্লেখিত অর্থ উদ্ধারের জন্য , শিক্ষা নগরী উল্লাপাড়া কে রক্ষার জন্য, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন । সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আক্ষেপ করে বলেন লটারিতে ছাত্র ভর্তি হলে সেখানে অনেক ক্ষেত্রে মেধাবী ছাত্ররাও লটারিতে হেরে ভর্তি হওয়ার সুযোগ পান না ফলে প্রচলিত শিক্ষা ব্যবস্থার মান প্রশ্নের সম্মুখীন হচ্ছে তাই সরকারকে লটারির পরিবর্তে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়ে ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার সুযোগ প্রত্যাশা করেন। পরিশেষে তিনি উল্লাপাড়া আসন থেকে আবারো বিএনপি’র মনোনীত প্রার্থী হয়ে নির্বাচিত হবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি পুনরায় নির্বাচিত হলে উল্লাপাড়াকে পূর্ণাঙ্গ শিক্ষার নগরী হিসেবে গড়ে তুলবেন। সংবাদ সম্মেলনে সম্মেলনে অন্যান্যদের মধ্যে সাবেক এমপি আকবর আলীর সহধর্মিনী বিশিষ্ট শিক্ষানুরোগী মোমেন আলী, উপস্থিত ছিলেন উল্লাপাড়া পেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম প্রমুখ ।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৮ অপরাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com