
খন্দকার মোহাম্মদ হোসাইন,
কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলাস্থ ডুলাহাজারা ইউনিয়ন ইসলামিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষকদের হাতে নতুন বছরের নতুন বই পেল শিক্ষার্থীরা।
বই বিতরণ অনুষ্ঠানে মাদরাসার সুপার মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে মাদ্রাসার সিনিয়র সহকারী মৌলানা মোহাম্মদ গিয়াস উদ্দিনের উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম চৌধুরী।
অফিস সহকারি সৈয়দ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও অভিভাবক সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ মনোহর আলী বাবুল।
বিশেষ অতিথির বক্তব্যে অত্র মাদ্রাসার সুন্দর মনোরম পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ভূয়ঁসী প্রশংসা কামনা করেন এবং প্রধান অতিথির দিক নির্দেশনা মূলক বক্তব্যে মাদ্রাসার সার্বিক সফলতা কামনা সহ শিক্ষার্থীদের সকল অভাব, অভিযোগ ও চাহিদা পূরণ করবেন বলে আশ্বাস প্রদান করেন এবং শিক্ষকদের অপরিসীম পরিশ্রমের প্রশংসা করেন।
সোমবার ১জানুয়ারী সকাল ১০টায় মাদরাসার মিলনায়তনে আলোচনা সভার শেষে নতুন বই নতুন শিক্ষার্থীদের হাতের বই তুলে দেন অতিথি ও শিক্ষকবৃন্দ।