আজ, বৃহস্পতিবার


১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

দিনাজপুরে বীরগঞ্জ প্রতারক চক্রের ডিবি পরিচয় ২ সদস্য গ্রেপ্তার

রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
দিনাজপুরে বীরগঞ্জ প্রতারক চক্রের ডিবি পরিচয় ২ সদস্য গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

 

মোস্তাফিজার রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর

দিনাজপুরে বীরগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেওয়া প্রতারক চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা শিবরামপুর ইউনিয়নের মুরালিপুর বাজারে পার্শ্ববর্তী এলাকার বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি পালসার মোটরসাইকেল,২টি হ্যান্ডকাপ,ডলার ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল)খোদাদাদ সুমনের দিক নির্দেশনায় বৃহস্পতিবার বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে এসআই আনোয়ার ইসলাম ও এএসআই সিরাজুল আওলাদ সুমন সহ পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর বাজারের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভূয়া ডিবি পুলিশ ও ডলার প্রতারণা চক্রের এই দুইজন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার কৃতরা হলেন মুরারীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৭) ও মৃত: আনিস মিয়ার ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০)।বিষয়টি নিশ্চিত করেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান,এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দুইজন ডলার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা উপজেলা সহ বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে কৌশলে ডলার প্রতারণা করতো। আসামিদের বিরুদ্ধে বীরগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com