আজ, বুধবার


৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে তীব্র গরমে বৃষ্টির আশায় ঠাকুরাইন হাট ঈদগা মাঠে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
দিনাজপুরে তীব্র গরমে বৃষ্টির আশায় ঠাকুরাইন হাট ঈদগা মাঠে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

মোস্তাফিজার রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে তীব্র গরমে বৃষ্টির আশায় ঠাকুরাইন হাট ঈদগা মাঠে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত।দিনাজপুরে তীব্র তাপদাহে হতে স্বস্তি পেতে রহমতের বৃষ্টির আশায় ঠাকুরাইন হাট ঈদগা মাঠে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুহাত তুলে প্রার্থনা করেছেন দিনাজপুর সদর উপজেলার ৮ নং শংকরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ধর্মপ্রাণ মুসল্লিরা।২৭এপ্রিল,শনিবার সকাল ৮:৩০ টায় সময় ৮ নং শংকরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঠাকুরাইন হাট মারপুকুর ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়।প্রখর রোদ ও তীব্র তাপদাহ উপেক্ষা করে নামাজ আদায় করার পর খুতবা শেষে বৃষ্টির প্রত্যাশায় দোয়া ও মোনাজাত করা হয়। নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ঠাকুরাইন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাবিবুল্লাহ বেলালী।গত কয়েকদিন ধরে দিনাজপুরে মৃদু থেকে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে,৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করেছে,এতে তীব্র তাপদাহের কারণে ও খরায় ফসলি জমি,প্রাণিকূলসহ অস্থির হয়ে উঠছে জনজীবন। বৃষ্টি না হওয়ায় খাল, বিল,পুকুর ও নদী-নালা শুকিয়ে যাচ্ছে। এবং বিভিন্ন গ্রামের নলকূপের পানীয় শুকিয়ে যাচ্ছে আল্লাহ তুমি সারা বিশ্বের মুসলিমদের দিকে তাকিয়ে রহম করো। নামাজে অংশগ্রহণকারী অধিকাংশ মুসল্লিরা বলেন,প্রচণ্ড গরমে এবং খরায় অস্থির হয়ে উঠছে জনজীবন। এ অবস্থা থেকে রক্ষা পেতে মহান আল্লাহর দরবারে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে মোনাজাতে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন।এছাড়া তীব্র তাপবদাহ হতে মুক্তি ও রহমতের বৃষ্টির আশায় দিনাজপুরের বিভিন্ন জায়গায় ‘সালাতুল ইস্তিস্কার’ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৯ অপরাহ্ণ | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com