আজ, শুক্রবার


৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরল নাশকতা মামলার জেলা বিএনপির ৬ নেতাকর্মী কারাগারে

রবিবার, ২১ এপ্রিল ২০২৪
বিরল নাশকতা মামলার জেলা বিএনপির ৬ নেতাকর্মী কারাগারে
সংবাদটি শেয়ার করুন....

মোস্তাফিজার রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে নাশকতা মামলায় জেলা বিএনপির ৬ নেতা কর্মীকে কারাগারে প্রেরণ নির্দেশ দিয়েছেন আদালত। দিনাজপুর জেলার বিরল উপজেলায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের মামলায় হাজির হন বুধবার (১৭ এপ্রিল-২০২৪) দুপুরে বিএনপির ৬ নেতাকর্মী। দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ মোঃ যাবিদ হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।কারাগারে পাঠানো বিএনপির ৬ জন নেতাকর্মী হলেন-দিনাজপুর জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম,বিরল উপজেলা যুবদলের আহবায়ক ও ধর্মপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর ইসলাম,বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মমিনুল ইসলাম,বিএনপি নেতা মোঃ আরমান আলী, মোঃ মমিন ও মোঃ হাসিনুর রহমান পায়েল।এর আগে গত ২৮ ফেব্রুয়ারি-২০২৪ তারিখ হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ৩১ অক্টোবর সকাল আনুমানিক ১১টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার তৈয়বপুর এলাকায় আলী পেট্রোল পাম্পের পাশে পাকা রাস্তার উপর একটি ট্রাক যার (নং- ঢাকা মেট্রো-ট-১৬-১১৮৯) নাশকতার উদ্দেশ্যে ভাংচুর করে ট্রাকটির ক্ষতিসাধন করে। পরে ট্রাকের চালক মোঃ লিটন ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে বিরল থানায় একটি এজাহার দাখিল করেন। যার মামলা নং-১৯৮ আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোঃ একরামুল আমিন,মোঃ রাশেদুল ইসলাম মানিকসহ আরো কয়েকজন আইনজীবী।অপরদিকে দিনাজপুর জেলাযুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুলকে নাশকতার অপর একটি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।বুধবার দুপুরে দিনাজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২১ পূর্বাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com