এম নয়ন, ভোলা দক্ষিণ প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আনিছুর রহমান, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, জেলা পরিষদ সদস্য ঈসতিয়াক হাসান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মুরাদ, সাবেক প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন, সম্পাদক সাদির হোসেন রাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা দৃষ্টিনন্দন ২৫টি স্টল নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। স্টল গুলোতে ছিল উন্নতজাতের গাভী, ছাগল, ভেড়া , কবুতর, হাঁস-মুরগি, সহ বিভিন্ন প্রজাতীর প্রাণী।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার প্রদান করা হয়।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta