মুলাদী (বরিশাল) প্রতিনিধি ॥ পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র সহধর্মীনী, বরিশাল সিটি মেয়র সেরনিয়াত সাদিক আব্দুল্লাহ’র মাতা বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের মৃত্যুতে মুলাদী উপজেলার বিভিন্নমহল গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বরিশাল-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ঢাকাস্থ মুলাদী উপজেলা সমিতির সভাপতি ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আব্দুল বারী, কেন্দ্রিয় যুবলীগ নেতা ও আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান হাওলাদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন-অর-রশিদ খান, কেন্দ্রিয় যুবলীগ নেতা জহির উদ্দীন খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, মুলাদী প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন সুমন রাড়ী, সাপ্তাহিক গণবার্তার সম্পাদক মো. শাহীন হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদারসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, উপজেলা নিরাপদ সড়ক চাই, ঢাকাস্থ মুলাদী উপজেলা সমিতির নের্তৃবৃন্দ, মুলাদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিকাল সাড়ে ৩টায় আলোকিত মুলাদীর কার্যালয়ে সাহান আরা বেগমের আত্নার মাগফেরাত কামনায় কোরআনখানী, মিলাদ ও বিশেষ দোয়া মোনাজের আয়োজন করে সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলোকিত মুলাদী।