অপু হাসান, লালমোহন প্রতিনিধি:
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ভোলার লালমোহনের পৌরশহসহ বিভিন্ন ইউনিয়ন মোট ৫ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তাদের কাছে কোন বৈধ কাগজপত্র না থাকায় লালমনি উপজেলা স্বাস্থ্য পরিবহন পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদাল।
মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ এবং ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম নেতৃত্বে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালমো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোঃ তৈবুর রহমান।
বন্ধ করে দেয়া ক্লিনিকগুলো হলো গ্রীণ লাইফ ডায়াগনষ্টিক সেন্টার, গ্রীন লাইফ হসপিটাল, মঙ্গল সিকদার ডায়াগনস্টিক সেন্টার, গজারিয়া ডায়াগনস্টিক সেন্টার, লর্ডহার্ডিঞ্জ ডায়াগনস্টিক সেন্টার।