আজ, শুক্রবার


২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ২ সেবনকারীকে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
দিনাজপুরে ২ সেবনকারীকে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন....
মোস্তাফিজার রহমান, দিনাজপুর  প্রতিনিধি:

দিনাজপুরে মাদক বিরোধী অভিযানের দুইজন সেবনকারীকে এক মাসে বিনাশ্রম কারাদন্ড প্রধান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দিনাজপুরের খানসামা উপজেলায় গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন কে আটক ক‌রে‌ছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রক অ‌ধিদপ্তর ডিএনসি। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাবকী ইউনিয়নের দেউলগাঁও (যুগীপাড়া) থে‌কে তা‌দের আটক করা হয়। এ সময় তা‌দের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের কলকি সহ জব্দ করা হয়। আটককৃত মাদক সেবীরা হলেন উপজেলার ভাবকী ইউনিয়নের দেউলগাঁও (যুগীপাড়া) গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে দুলাল মিয়া (৫৮) ও একই এলাকার আজাদ আলীর ছেলে বাদশা মিয়া (৪০)এ সময় আটককৃত ২ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রক অ‌ধিদপ্তর আইন-২০১৮ সনের ৩৬ (৫)ধারায় এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো তাজ উদ্দিন।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.তাজ উদ্দিন তিনি বলেন ,উপজেলাকে মাদক ও জুয়ামুক্ত করার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে। এক্ষেত্রে উপজেলার সকল জনপ্রতিনিধি,সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com