আফজালুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ :
হোসেনপুরে জুয়া খেলার সরঞ্জামদি সহ ৫ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মধ্য গোবিন্দপুর এলাকা থেকে আনিছ মিয়ার নির্মাণাধীন ঘর থেকে এসআই সৈয়দ আব্দুস সাত্তার,এসআই বিজয় হোসেন, এসআই মো.মজিবুর রহমান,এসআই শরিফুল ইসলাম,এএসআই মোহাম্মদ আলী জিন্নাহ ও সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে শনিবার রাত সাড়ে বারোটায় তাদের গ্রেপ্তার করা করেন। গ্রেপ্তারকৃতরা হলো ওই এলাকার মো.আবু বক্কর সিদ্দিকের ছেলে মো.দ্বীন ইসলাম(৩২), মো.ফজলুল হকের ছেলে মো.আনিছ মিয়া(৪৫),মো.আবু বক্করের ছেলে মো.আকরাম হোসেন(২৭), মো.বদরুল হকের ছেলে মো.রাজিব(২৮),মো.আব্দুর রহিমের ছেলে মো.মাজাহারুল(৩৫)।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাহিদ হাসান সুমন জানান,প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে গ্রেপ্তারকৃত দের রবিবার দুপুরে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।