মেহেদী হাসান:
বাবুরহাট পেন্নাই সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল আছে জল নেই, প্রায় মৃত এই খাল। ময়লা আবর্জনার যাতা নলে,অবৈধ দখলদারিত্বের দখল আর প্রশাসনের দৃষ্টিহীনতার কারণেই নিঃস্ব হয়ে যাচ্ছে এই শত বছরের ঐতিহ্যবাহী খালটি, পানির অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন শত শত কৃষক আর উর্বরতা হারাচ্ছে সকল ফসলি জমি। শত শত কৃষক আর সচেতন মহলের দাবি এই খালটি ফিরে পাক আবার তার প্রাণ। জরুরি ভিত্তিতে মৃত এই খালটির প্রাণ ফিরাতে চাঁদপুর জেলার সংসদীয় আসন দুই ও তিন (২-৩) এর মাননীয় সাংসদ মহোদয় ও জেলা প্রশাসক এবং সকল গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ কামনা করছি।