গণবার্তা রিপোর্ট ॥ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শুরু হবে আগামী ১০ জুন। এ অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে সংসদ ভবনে যেতে পারবেন না সাংবাদিকরা। মঙ্গলবার ২ জুন অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজেট অধিবেশনে সাংবাদিক পাস থাকবে না। ১১ জুন বেলা সাড়ে ৩টায় ২০২০-২০২১ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবারের অধিবেশনে মিডিয়া কাভারেজের লক্ষ্যে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না। এমতাবস্থায় সংসদ ভবনের বাইরে পশ্চিম পাশের মিডিয়া সেন্টার থেকে ১১ জুন সোয়া ৩টায় সাংবাদিকদের মধ্যে বাজেট ডকুমেন্টস বিতরণের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট স্থান থেকে বাজেট ডকুমেন্টস সংগ্রহ করার অনুরোধ করা হলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।