আজ, সোমবার


১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ইংল্যান্ডের রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ার জয়

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
ইংল্যান্ডের রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ার জয়
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক :

অবিশ্বাস্য! কিংবা তার থেকেও বেশি কিছু! চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এক ইনিংসে রেকর্ড রান করলো ইংল্যান্ড। জিততে সে রেকর্ড ভেঙ্গেই জিততে হবে অস্ট্রেলিয়াকে। তবে দলটার নাম যখন অস্ট্রেলিয়া তখন এমন রেকর্ড ভাঙা -গড়া তো তাদেরই কাজ। ইংল্যান্ডের দেওয়া পাহাড় সমান রান অস্ট্রেলিয়া টপকে গেছে ১৫ বল হাতে রেখেই।

আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে বেন ডাকেটের রেকর্ডে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভার ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় অজিরা।

৩৫২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ২১ রানের মাথায় ট্রাভিস হেড ফেরেন মাত্র ৬ রান করে। অধিনায়ক স্টিভেন স্মিথও এদিন ব্যাট হাবে ব্যর্থ। করেছেন মাত্র ৫ রান। এর পরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। মার্নাম লাব্যুসেনেকে নিয়ে ম্যাথিউ শর্ট গড়েন ৯৫ রানের জুটি। লাব্যুসেনের ব্যাট থেকে আসে ৪৭ এবং শর্ট করেন ৬৩ রান। অল্প সময়ের মাঝে দুই ব্যাটারের বিদায়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে দলকে আবারও ম্যাচে ফেরান জশ ইংলিশ ও অ্যালেক্স ক্যারি। দুজন মিলে গড়েন ১৪৬ রানের জুটি। ক্যারি ৬৯ রানে ফিরে গেলেও এক প্রান্ত আগলে ছিলেন ইংলিশ। ৭৭ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ইংলিশ অপরাজিত থাকেন ১২০ রানে। আর গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে অপরাজিত ৩২ রান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যাক্তিগত ১০ রানে অ্যালেক্স ক্যারির দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন ফিল সল্ট। দলীয় ৪৩ রানের মাথায় ১৫ রান করে ফেরেন জেমি স্মিথ। শুরুর বিপর্যয় সামলেছেন ওপেনার ডাকেট ও জো রুট। দুজনে মিলে গড়েছেন ১৫৮ রানের জুটি। রুট ৬৮ করে অ্যাডাম জাম্পার বলে ফিরে গেলেও একপ্রান্ত আগলে ছিলেন ডাকেট। মাত্র ৯৫ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন এই ইংলিশ ওপেনার। এরপর অবশ্য কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি ডাকেটকে। হ্যারি ব্রুক ৩ ও অধিনায়ক বাটলার ফিরে গেছেন ২৩ রানে। ডাকেটের ইনিংস থামে ১৪৩ বলে ১৬৫ রানে যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কোনো ব্যাটারের সর্বোচ্চ। এতদিন এ রেকর্ডটি ছিল দুজনের দখলে। নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার সমান ১৪৫ রান করেছেন। শেষে জোফরা আর্চারের ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে ৩৫১ রান করে ইংল্যান্ড।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com