
মোঃ আব্দুল আজিজ(মারজান)
বাহুবল, হবিগঞ্জ
রবিবার সকাল ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত বাহুবল উপজেলার সদর বাজারের পাশে বাজার মসজিদের নিকটে শীত মৌছমে ঘিরে মাছের মেলা বসবে। থরে থরে সাজানো রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, বিগহেড কার্প, বোয়ালসহ হরেক রকমের দেশি মাছ।আরতের মালিক জনাব আশিকুর রহমান (সুমন)ও আরত মালিক ইসলাম উদ্দিন সাহেব আমাদের দৈনিক গনবার্তা প্রতিনিধিকে জানান আমরা এ-ই বছর থেকে শুরু করে প্রতি বছরই বাহুবল ও হবিগঞ্জ সহ সর্ব শ্রেণীর মানুষের চাহিদা মেটাতে সব ধরনের মাছ আনবো বিভিন্ন আরত থেকে আমাদের মেলায় যোগদান করবেন বলে জানান আমাদের আরও জানান আমরা অল্প দামেই ক্রেতাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।