আজ, বুধবার


১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বরুনের ৫ উইকেট, বিপদ কাটিয়ে ১৭১ রানের পুঁজি ইংল্যান্ডের

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
বরুনের ৫ উইকেট, বিপদ কাটিয়ে ১৭১ রানের পুঁজি ইংল্যান্ডের
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক :

১ উইকেটে ৮৩ থেকে ১২৭ রানে ৮ উইকেট। লড়াকু পুঁজি পাওয়াই কঠিন হয়ে গিয়েছিল ইংল্যান্ডের জন্য। টানা দুই ওভারে দুটি করে চার উইকেট নিয়ে ইংলিশদের কোণঠাসা করে দিয়েছিলেন বরুণ চক্রবর্তী।

ভারতের বিস্ময় স্পিনার ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। তবে তার ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে পড়া ইংল্যান্ড শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং সংগ্রহই পেয়ে গেছে। ৯ উইকেটে তারা তুলেছে ১৭১ রান।

আগের দুই ম্যাচে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে ইংল্যান্ডের। পাঁচ ম্যাচ সিরিজে টিকে থাকতে হলে আজ (মঙ্গলবার) রাজকোটে তৃতীয় টি-টোয়েন্টিতে জিততেই হবে ইংলিশদের।

তবে বাঁচামরার এই ম্যাচে টসভাগ্য সহায় হয়নি সফরকারীদের। টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ইংল্যান্ড। হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে ফিল সল্ট ফেরেন ৭ বলে ৫ করে। তবে এরপর বেন ডাকেট আর জস বাটলার ৭৬ রানের জুটি গড়েন। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রান তুলেছিল ইংলিশরা।

কিন্তু হঠাৎ করে বরুণের অফস্পিনে ধসে পড়ে ইংল্যান্ডের ইনিংস। জস বাটলার ২২ বলে ২৪ আর ডাকেট ২৮ বলে ৭ চার আর ২ ছক্কায় ৫১ করে ফেরার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইংলিশরা।

হাল ধরেন লিয়াম লিভিংস্টোন। একটা প্রান্ত ধরে দলকে প্রায় দেড়শোর কাছাকাছি পৌঁছে দেন তিনি। ২৪ বলে ৪৩ রানের ইনিংসে একটি চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান লিভিংস্টোন।

১৪৭ রানে ৯ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। শেষ উইকেট জুটিতে আদিল রশিদ আর মার্ক উড ১৮ বলে যোগ করেন মূল্যবান ২৪ রান। রশিদ আর উড দুজনই অপরাজিত থাকেন ১০ রান করে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com