আজ, বুধবার


১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চেলসির ৫ গোলের বড় জয়

রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
চেলসির ৫ গোলের বড় জয়
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক :

বিশাল জয়ে শনিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে চেলসি। তোসিন আদারাবিয়ো এবং জোয়াও ফেলিক্সের জোড়া গোলে তারা লিগ টু-র দল মোরকাম্বেকে ৫-০ ব্যবধানে সহজেই পরাজিত করেছে স্ট্যামফোর্ড ব্রিজে।

পুরো ম্যাচজুড়ে চেলসি আধিপত্য বিস্তার করে এবং আরও বড় ব্যবধানে জিততে পারতো, যদি ১৭তম মিনিটে এনকুনকু পেনাল্টি মিস না করতেন। এই ম্যাচে চেলসি কোচ এনজো মারেরস্কা তার একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন। কোল পামার, এনজো ফার্নান্দেজ এবং নিকোলাস জ্যাকসন বেঞ্চে ছিলেন। তবে ১৮ বছর বয়সী টায়রিক জর্জকে তিনি শুরুর একাদশে জায়গা দেন। রিস জেমস এবং রোমিও লাভিয়া ইনজুরি থেকে ফিরে শুরুর একাদশে খেলেন।

চেলসি শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল। ১৪তম মিনিটে পেদ্রো নেতোর ক্রস থেকে আদারাবিয়ো হেড করেন, যা বারে লেগে ফিরে আসে। তিন মিনিট পর চেলসির পেনাল্টি পায় মোরকাম্বের মিডফিল্ডার ইয়ান সঙ্গোর হাতে বল লাগার কারণে। তবে এনকুনকুর নেওয়া পেনাল্টি মোরকাম্ব গোলরক্ষক হ্যারি বারগোয়েন রুখে দেন। তবে সেই প্রতিরোধ দীর্ঘস্থায়ী হয়নি। সাবো ফুলহাম খেলোয়াড় আদারাবিয়ো পেনাল্টি এলাকার প্রান্ত থেকে নেওয়া শটে বল ডিফ্লেক্ট হয়ে নিচের দিকে জালে ঢুকে যায়। বিরতিতে চেলসি একটি পরিবর্তন আনে, মার্ক কুকুরেলাকে এনে লাভিয়াকে বদলি করা হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই, বিরতির পাঁচ মিনিট পর এনকুনকু তার মিস করা পেনাল্টির প্রতিশোধ নেন। বাঁ পায়ের শটে বল বারগোয়েনের ডানদিকে জালে পাঠান তিনি। আদারাবিয়ো তার দ্বিতীয় গোল করেন টায়রিক জর্জের সহায়তায়। বক্সের প্রান্তে জায়গা পেয়ে দুর্দান্ত এক শটে বল জালে পাঠান তিনি। আদারাবিয়োর দ্বিতীয় গোল মোরকাম্বের প্রতিরোধ ভেঙে দেয়। চেলসি পরবর্তী সাত মিনিটে আরও দুটি গোল করে। প্রথমে, জোয়াও ফেলিক্স দ্রুত এক কাউন্টার অ্যাটাক থেকে নিচের কোনায় স্মার্ট ফিনিশ করেন। পরে পর্তুগিজ ফরোয়ার্ড একটি কার্লিং শটে তার দ্বিতীয় গোলটি করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com