এস. এম. জাহান ইমাম, স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের প্রবেশদ্বার পাড়কোলা গ্রামে অবস্থিত শহিদ আবু সাঈদ,রাফি সহ ২৪ এর গণআন্দোলনে নিহত শহীদদের নামে স্মৃতি ফলকটি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ২৪ এর গণআন্দোলনের পর আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ,রাফি সহ আন্দোলনে নিহত শহীদদের নামে নাম করন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা। শহীদদের নামের এ ফলক চিহ্নটি রাতের আধারে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে পাওয়ার গ্রীড বাংলাদেশ এর রাজশাহী জেলায় কর্মরত সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবুল হোসেনের বিরুদ্ধে। সাব এ্যাসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ারের বাশাহজাদপুরের পাড়কোলা গ্রামেই।
স্থানীয়রা জানায়, পারকোলা বিশ্বরোডের পাশে আবুল হোসেনের প্রায় ৭ শতক জায়গা রয়েছে। তার জায়গার সামনে বিশ্বরোডের জায়গাটিও দখল করার অসৎ উদ্দেশ্যেই শহিদ আবু সাইদ সহ ২৪এর গণআন্দোলনে নিহত শহীদদের নামের এ ফলক চিহ্নটি রাতের আধারে সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবুল হোসেনের নেতৃত্বে ভেকু দিয়ে ভেঙে ফেলেছে। শহিদ আবু সাইদসহ শহীদদের ফলক চিহ্নটি রাতের আধারে ভেঙে ফেলায় এলাকায় জনমনের ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানায়, আবুল হোসেন একটি প্রতিষ্ঠানের সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তিনি অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না এলাকাবাসী। এঘটনায় দ্রুত ব্যাবস্থা না নিলে সাধারণ জনতার ক্ষোভে ফুঁসে ওঠতে পারে। তাই আবুল হোসেনের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা। এবিষয়ে, সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবুল হোসেন মুঠোফোনে বলেন, ওখানে শেখ কামালের নামে ফলক চিহ্ন ছিলো পরে ২৪ এর গণআন্দোলনে নিহত শহীদদের নামে নাম করন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা। তবে আমি ২৪ এর চেতনা লালন ও ধারন করি। আমি ফলকটি ভাঙলেও আমি পুনরায় দৃষ্টিনন্দিতভাবে তৈরী করে দেবো। এব্যাপারে, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন পৌরসভার বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করা হবে।