ক্রীড়া ডেস্ক :
প্রথম ইনিংসে ৩০ রানে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৪২ রানে ৩টি উইকেট নিয়ে পার্থ টেস্টের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতের পেস বোলার জশপ্রীত বুমরা। রোহিত শর্মার অনুপস্থিতিতে তিনি এই টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন।
পার্থে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত। ৫৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রোববার তৃতীয় দিন ৩ উইকেটে ১২ রান নিয়ে মাঠ ছাড়ে অজিরা। স্বাগতিক দলটি আজ সোমবার ৫৪.২ ওভার ব্যাট করে ২৩৮ রানে গুটিয়ে যায়।
প্রথম ইনিংসে ৩০ রানে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৪২ রানে ৩টি উইকেট নিয়ে পার্থ টেস্টের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতের পেস বোলার জশপ্রীত বুমরা। রোহিত শর্মার অনুপস্থিতিতে তিনি এই টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন।
একগুচ্ছ রেকর্ড গড়ে জিতেছে ভারত। রানে এটা বিদেশের মাটিতে ভারতের তৃতীয় বৃহত্তম জয়। প্রথম ইনিংসে ১৫০ কিংবা তারও কম রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানে জয় এটা। ১৯৯১ সালে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৯ রান করার পরও ৩৪৩ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া ‘ওয়াকা’ ছেড়ে পার্থ স্টেডিয়ামে আসর পর এই প্রথম কোনো টেস্ট হারল অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৫০ ও ৪৮৭/৬ (ডি.)। অস্ট্রেলিয়া: ১০৪ ও ২৩৮ (ট্রাভিস হেড ৮৯, মিচেল মার্শ ৪৭, অ্যালেক্স ক্যারি ৩৬; জশপ্রীত বুমরাহ ৩/৪২, মোহাম্মদ সিরাজ ৩/৫১, ওয়াশিংটন সুন্দর ২/৪৮)। ফল: ভারত ২৯৫ রানে জয়ী।
Posted ৫:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta