নিজস্ব প্রতিবেদক :
গৌরনদী উপজেলার আওয়ামী লীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সীর মালিকানাধীন বার্থী এলাহী এগ্রো অটোরাইস মিলে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
(১৭ নভেম্বর) গভীর রাতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে মিলের ভিতরে বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে মাটির নিচ থেকে দুইটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও একটি হুইল রেন্স উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বার্থী গ্রামের আমীর সরদারের ছেলে জাহিদ হাসান (২৪) এবং জয়পুরহাট সদরের মৃত সবদুল প্রধানের ছেলে শাহিনুর প্রধান (২৭)।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সোমবার দুপুরে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta