আজ, Friday


১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বরিশালে ২৫০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যবসায়ী আটক

বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
বরিশালে ২৫০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যবসায়ী আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল নগরীর পলাশপুর এলাকায় বিশেষ অভিযানে ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮ এর সদস্যরা।

(১২ নভেম্বর) গভীর রাতে বরিশাল সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃত ব্যক্তি মোঃ আক্কাস হাওলাদার (৪২) মৃত আঃ হামেদ হাওলাদারের ছেলে। তিনি পলাশপুর ৩ নম্বর মসজিদ গলির স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কাস ও তার পরিবারের সদস্যরা পলাশপুর এলাকা থেকে বরিশালের পোর্ট রোড, বাজার রোড, চকবাজার, সিটি মার্কেটসহ বিভাগের বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধ পলিথিন সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ অনুযায়ী, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত বন্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩৫ বস্তায় আনুমানিক ২৫০০ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি বরিশালসহ আশপাশের জেলাগুলোতে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও সরবরাহ বন্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কিছুদিন আগেও আক্কাস বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনের চালানসহ গ্রেপ্তার হন। তবে স্বল্প সময়ের সাজা ভোগ করে মুক্তি পাওয়ার পর পুনরায় অবৈধ এই ব্যবসায় যুক্ত হন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com