আজ, বুধবার


৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নজরুল স্মৃতি পদক-২০২৪ পেলেন মুলাদীর মাহাবুবুর রহমান

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
নজরুল স্মৃতি পদক-২০২৪ পেলেন মুলাদীর  মাহাবুবুর রহমান
সংবাদটি শেয়ার করুন....

মুলাদী প্রতিনিধিঃ বরিশালের মুলাদী উপজেলা তেরচর গ্রামের বিশিষ্ট ব্যাংকার মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়াকে ‘নজরুল চর্চা ফাউন্ডেশন’ নজরুল চর্চায় ব্যাপক ভূমিকা রাখায় ২৬ অক্টোবর শনিবার বিকেল ৪টায় ঢাকা উত্তরা ক্যামব্রিয়ান কলেজ মিলনায়তনে বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক হিসেবে নজরুল স্মৃতি পদক-২০২৪ প্রদান করা হয়। সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ধসঢ়;ত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর আবুল হাসান মুহাম্মদ সাদেক। নজরুল চর্চা ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ মাসুম বিল্লাহর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য করেন জাতীয় কবির নাতনী নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কন্ঠশিল্পী খিলখিল কাজী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন ডক্টর হারুন উর রশীদ, মাওলানা ভাসানী স্মৃতি পরিষদের সভাপতি পারভীন নাসের ভাসানী ও ভিন্নমাত্রা মিডিয়া ভিশনের উপদেষ্টা ডক্টর জাহিদ আহমেদ চৌধুরী প্রমুখ।
মাহাবুবুর রহমান ১৯৬২ সালের ১ জুলাই সম্ভ্রান্ত মুসলিম ভূঁইয়া পরিবারে মুলাদী উপজেলার তেরচর গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা মরহুম মোঃ মোফাচ্ছের উদ্দিন ভূঁইয়া মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, মাতা মরহুম ফয়জুন্নেছা
বেগম আদর্শ গৃহিনী ছিলেন। তিনি মুলাদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে করে ১৯৭৭ মুলাদী
সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৯ সালে মুলাদী সরকারী কলেজ থেকে এইচএসসি ও এমবিএ শেষ করে ১৯৮৪ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ চাকুরীতে যোগদান করেন। কর্মজীবনে থাকা অবস্থায় তিনি ব্যাংকিং-এর বিভিন্ন
দায়িত্ব পালন করে ছিলেন। ব্যাংকের শাখা ম্যানেজার, ম্যানেজার অপারেশন, বিনিয়োগ ইনচার্জ, কম্পিউটার ইনচার্জ, অডিট
টিম মেম্বার হিসেবে দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে ২০২২ সালে অবসর গ্রহণ করেন। তিনি মুলাদী সরকারী মাহমুদজান মডেল মাধ্যমিক বিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার গ্রাজুয়েট (আজীবন সদস্য), ঢাকা উত্তরা ওয়াকিং ফ্রেন্ডস কার্যকরী কমিটির সদস্য, ঢাকা উত্তরা ভোরের স্পন্দন কার্যকরী কমিটির সদস্য ও সুনিপুন বহুমুখী সমবায় সমিতির লি: উপদেষ্টা। তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে সামাজিকমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় তাকে বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক হিসেবে নজরুল স্মৃতি পদক-২০২৪ প্রদান করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৫ অপরাহ্ণ | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com